সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রোজার মাসে একবারের বেশি ওমরাহ করার অনুমতি দেয়া হবে না। পবিত্র মক্কা শরীফে ভিড় কমাতে এ সিদ্ধন্ত নেয়া হয়েছে। 

রবিবার এই খবর জানিয়েছে সৌদি গেজেট। রমজানে ওমরাহ পালন করতে বিভিন্ন দেশের অনেক মুসলিম মক্কায় ভিড় করেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবার রমজানে কাউকে একবারের বেশি ওমরাহ পালনে অনুমতি দেওয়া হচ্ছে না। মুসলিমদের এই মাসে শুধুমাত্র একবারই ওমরাহ পালনের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, ভিড় কমাতে এবং অন্যরাও যেন ওমরাহ পালন করতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এর ফলে সরকারি প্ল্যাটফর্ম নুসুক অ্যাপে যখন কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতো ওমরাহ পালনের অনুমতি চেয়ে আবেদন করবেন তিনি অনুমতি পাবেন না।