কলকাতা হাই কোর্টের বিজেপি-আইনজীবী সংগঠনের উপর ক্রুদ্ধ প্রধান বিচারপতি শিবজ্ঞানম। শুক্রবার তাদের বিরুদ্ধে আদালতের পবিত্রতা নষ্ট করার অভিযোগ এনে ভর্ৎসনা করলেন তিনি। প্রধান বিচারপতি বললেন, বিজেপির আইনজীবীরা যা করেছেন তা ‘ন্যক্কারজনক ঘটনা’।
কলকাতা হাই কোর্টের বিজেপি-আইনজীবী সংগঠনের উপর ক্রুদ্ধ প্রধান বিচারপতি শিবজ্ঞানম। শুক্রবার তাদের বিরুদ্ধে আদালতের পবিত্রতা নষ্ট করার অভিযোগ এনে ভর্ৎসনা করলেন তিনি। প্রধান বিচারপতি বললেন, বিজেপির আইনজীবীরা যা করেছেন তা ‘ন্যক্কারজনক ঘটনা’।
বিচারপতি এই ঘটনাটি নিয়ে কতটা ক্ষুব্ধ তা স্পষ্ট করে দিয়েছেন এজলাসেই। তিনি বলেন, ‘‘এই সব ঘটনা ক্ষমা করা যায় না। কী ভাবে কেউ কর্মীদের হুমকি দিতে পারে? যদি এখানেই (আদালতেই) কেউ নিরাপদ বোধ না করেন, তবে আর কোথায় যাবেন?’’
এই ঘটনার জেরেই প্রতিদিন সন্ধ্যা ৬টার পর থেকে কলকাতা হাই কোর্টের কোর্টরুম বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। শুক্রবার একই সঙ্গে তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি বৃহত্তর বেঞ্চেও পাঠাবেন তিনি। প্রধান বিচারপতি বলেন, ‘‘ওই আইনজীবীদের দু’জন অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক ছিলেন। আমি দু’জনের নাম জানতে পেরেছি। আইনজীবী ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ সাহা। এ ছাড়া কারা কারা ছিলেন, আজকে রাতের মধ্যে আমি সবার নাম চাই। প্রয়োজনে এই বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠাব।’’
শুক্রবার আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‘রাজ্যের এজিকে বলে দয়া করে এ বিষয়ে কিছু করুন।’’