দিনটা ছিল ১৪ মার্চ। সেইদিন মারাত্মক পথ দুর্ঘটনার শিকার হন শয়তান খ্যাত অভিনেত্রী অরুন্ধতী নায়ার। দক্ষিণী ফিল্ম ও সিরিয়ালের জগতে পরিচিত মুখ অরুন্ধতী। বাইক দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। চোট এতটাই গুরুতর যে ভেন্টিলেশনে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। বাইক দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। চোট এতটাই গুরুতর যে ভেন্টিলেশনে রয়েছেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘ ১২ দিন একটানা ভেন্টিলেশনে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অরুন্ধতী। সংকটজনক অবস্থায় রয়েছেন অভিনেত্রী। শারীরিক অবস্থার বিন্দুমাত্র উন্নতি ঘটেনি। এই রকম পরিস্থিতিতে পরিবারের তরফে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন।

অরুন্ধতীর বোন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি ভালো নেই সেটা জানিয়েছেন। সেই সঙ্গে এটাও লিখেছেন তাঁদের আর্থিক সাহায্যের একান্ত প্রয়োজন। সমাজমাধ্যমের পেজে লিখেছেন, ‘এই মুহূর্তে আমার বোন অরুন্ধতী ভেন্টিলেশনে রয়েছেন। দীর্ঘ ১২ দিন একটানা এখানেই রয়েছে। জ্বর কিছুতেই কমছে না। চিকিৎসক জানিয়েছেন খুব ধীর গতিতে সুস্থ হচ্ছেন। প্রত্যেকে ওঁর জন্য প্রার্থনা করুন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সেই সঙ্গে দয়া করে আমি যে ব্যাঙ্ক ডিটেইলটা দিলাম সেটাও দেখুন। যাঁরা অরুন্ধতীর প্রকৃত ভালো চান তাঁরা নিজেদের সাধ্যমতো সাহায্য করুন। হাসপাতালের খরচ চালাতে হিমশিম খাচ্ছি। পাশে থাকুন। QR কোড এখানেই দেওয়া হল’।

উল্লেখ্য, অভিনেত্রীর এক বন্ধুও সোশ্যাল মিডিয়া পোস্টে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেন। আর্থিক কিছু সমস্যা রয়েছে অভিনেত্রীর পরিবারে। সেই জন্যই বনধু হিসাবে এগিয়ে এসেছেন গোপিকা অনিল। অনন্থপুরী হাসপাতালেই ভেন্টিলেশনে রয়েছেন অরুন্ধতী নায়ার। দুর্ঘটনাটি ঘটেছে কোভালাম বাইপাশে। এই খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর অনুগামীরা। অরুন্ধতীর দ্রুত আরোগ্য কামনায় তাঁর ভক্তরা। একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফিরছিলেন অরুন্ধতী।

ফেরার পথেই বাইক দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার খবর সকলকে জানিয়ে অরুন্ধতীর বোন ইনস্টা হ্যান্ডেলে লেখেন, ‘আমরা সকলের উদ্দেশে বলতে চাই, আমার বোন অরুন্ধতীর তিন দিন আগে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এই মুহূর্তে খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন। জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে রয়েছেন। শারীরিক অবস্থার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। এই মুহূর্তে তীরুভন্দরামের অতন্থপুরী হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে’। সংকট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুক সেই কামনাই করছেন অরুন্ধতীর ভক্তরা।