কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার কাজে ব্যস্ত থাকায় গত ম্যাচে মুস্তাফিজকে পায়নি চেন্নাই। সেই ম্যাচেও হেরেছিলো মাহেন্দ্র সিং ধোনির দল।প্রথম দুই ম্যাচে জয় পাওয়া চেন্নাই টানা দুই ম্যাচ হেরেছে। বিপরীতে তিন ম্যাচের তিনটাতেই জয় পেয়েছে কলকাতা। তাদের বর্তমান পয়েন্ট ছয়।

পয়েন্ট তালিকার দুইয়ে থাকা কলকাতার বিপক্ষে খেলতে নামা চেন্নাই ৪ ম্যাচে দুই হার নিয়ে আছে পয়েন্ট টেবিলের চারে।