চিত্রনাট্যের প্রয়োজনে বিভিন্ন সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য ও শ্লীলতাহানির দৃশ্য রাখা হয়। অধিকাংশ তারকাই এই ধরনের দৃশ্যে প্রথম থেকেই সাবলীলভাবে অভিনয় করতে পারেন। কিন্তু অনেকে আবার  ইস্ততত বোধ করেন। তেমনই শ্লীলতাহানির দৃশ্যে অভিনয় করতে হবে শুনে কেঁদে দিয়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি এমনটাই জানালেন বর্ষীয়ান  অভিনেতা রঞ্জিত। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রেম প্রতিজ্ঞা’। যেখানে মূল চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত, মিঠুন চক্রবর্তী। খলনায়কের চরিত্রে ছিলেন  রঞ্জিত। সিনেমাটির একটি অংশে অভিনেত্রীকে রঞ্জিতের শ্লীলতাহানি করার কথা ছিল। কিন্তু সেই দৃশ্য করার আগেই নাকি মাধুরী হাউহাউ করে কাঁদতে শুরু করে দেন।

এই কাজের স্মৃতি হাতড়ে রঞ্জিত বলেন, দৃশ্যের বিবরণ শুনে চোখের জল ফেলেছিলেন মাধুরী। সেই দৃশ্যে অভিনয় করতে রাজি হননি। আমি একদমই অবগত ছিলাম না এই বিষয়ে। একজন শিল্প নির্দেশক আমাকে জানান পুরো বিষয়টি। এই ধরনের দৃশ্যে কখনোই জোর করেন না রঞ্জিত বরং যথাসম্ভব পেশাদারিত্ব মেনে চলেন। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, দৃশ্যটি আমাদের কাজেরই অংশ। খলনায়ক হলেও লোকটা কিন্তু খারাপ নয়। আমার সহ-অভিনেত্রীরা আমাকে পছন্দ করতেন। কারণ আমি কখনো বল প্রয়োগ করিনি।