পবিত্র রমজান মাস শেষ হয়ে আসছে। এরই মধ্যে বিশ্বের মুসলমানরা তাদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের প্রস্তুতি শুরু করেছে। তবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সেই কারণেই ঈদ কবে হতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন জ্যোতির্বিদরা।
সৌদি আরবে ঈদ কবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগামীকাল মঙ্গলবার ঈদ হবে কিনা তা জানতে আজ সোমবার স্থানীয় বাসিন্দাদের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখানের জন্য আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা বলছে, সৌদি আরবসহ তার পার্শ্ববর্তী দেশগুলোতে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। চন্দ্রবর্ষ হিসেবে প্রতিটি মাসই ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। সেক্ষেত্রে এ বছর রোজা কতটি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যে ২৯টি রমজান হবে। আজ চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পূর্ণ হবে। সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। গত বছর সৌদিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল অর্থাৎ ২৯টি রোজা হয়েছিল। তবে বিশ্বের আরও কিছু দেশে ৩০ রোজা হয়েছিল।