গর্ভাবস্থায় নারীদের সঠিক খাওয়া দাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ভুল খাবার খেলে তার প্রভাব পড়তে পারে গর্ভস্থ শিশুর শরীরে৷ তাই গর্ভাবস্থায় সঠিক খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ অনেক সময় মায়ের কোনও ভুল খাবার থেকে শিশু বিরল রোগের স্বীকারও হতে পারে৷

তেমনই একটি ঘটনার খবর পাওয়া গিয়েছে ফিলিপাইনে৷ ডেইলি মেইল নিউজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ফিলিপাইনে আলমা নামের এক নারী সন্তানের জন্ম দেওয়ার পর দেখা যায় বাচ্চাটির গায়ে ভালুকে মতো লোম৷

News18 Bengali

পরবর্তীকালে জানা যায় ছোট্ট শিশুটি একটি বিরল রোগে আক্রান্ত৷ শিশুর শুধু মাথায় নয়, শিশুটির মুখ, পিঠ, বাহু, বুক-সহ বিভিন্ন অংশ ছিল চুলে ভরা। ওয়্যারউলফ সিনড্রোমের কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

News18 Bengali

তবে শিশুটির মায়ের বিশ্বাস তিনি সন্তান গর্ভাবস্থায় থাকাকালীন বেড়ালের মাংস খেয়েছিলেন৷ তাঁর ধারণা তিনি বেড়ালের মাংস খাওয়ার কারণেই তাঁর ছোট্ট শিশুর গায়ে এই ধরণের লোম হয়ে যায়৷ ঘটনাটি ঘটেছে ফিলিপাইনের আপ্পায়িও প্রদেশে৷

News18 Bengali

ওয়্যারউলফ সিনড্রোম হাইপারট্রিকোসিস নামেও পরিচিত। এটি একটি বিরল রোগ যাতে মানুষের শরীরে চুল গজায়। আলমা জানান, তিনি যখন গর্ভবতী ছিলেন, তখন তার বুনো বিড়াল খাওয়ার প্রবল ইচ্ছা ছিল। আলমা বলেছিলেন যে, ফিলিপাইনের পাহাড়ি অঞ্চলে বিড়াল থেকে একটি বিশেষ খাবার তৈরি করা হয় এটি তিনি খেয়েছিলেন৷