জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, সোমবার থেকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ থেকে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ পালিয়ে গেছে।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ফিলিস্তিনিরা বিপুল সংখ্যায় শহর ছেড়ে পালাতে শুরু করেছে।শুক্রবার ইউএনআরডাব্লুএ এক্সে (আগের নাম টুইটার) এক পোস্টে বলেছে, রাফায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ জোরদার হওয়ার সাথে সাথে জোরপূর্বক বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে। ইউএনআরডাব্লিউএ সতর্ক করে বলেছে, লোকজন নিরাপত্তার খোঁজে পালিয়ে গেলেও তাদের জন্য কোথাও নিরাপদ জায়গা অবশিষ্ট নেই।
এক বিবৃতিতে ইউএনআরডাব্লুএ বলেছে, গাজা উপত্যকার কোথাও নিরাপদ নয় এবং জীবনযাত্রার অবস্থা ভয়াবহ। একমাত্র আশা হচ্ছে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’।
গাজায় ইউনিসেফের জ্যেষ্ঠ জরুরি সমন্বয়ক হামিশ ইয়ং শুক্রবার বলেন, রাফাহর লোকজন ‘ খুব ক্লান্ত ও আতঙ্কিত’ হয়ে পড়েছে। আজ দেখলাম কেউ একজন গাধার পিঠে করে তাদের অস্থায়ী অস্থায়ী শৌচাগার সাথে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, এর মাধ্যমে মানুষ কতটা বেপরোয়া হয়ে উঠেছে তার কিছুটা ধারণা পাওয়া যায়। সূত্র : সিএনএন