ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।এর আগে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বিএনপির সাতজনসহ তাকে গত ৫ জানুয়ারি দিবাগত রাতে গ্রেফতার করা হয়।

এরপর বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গত বছরের নভেম্বরে যাত্রাবাড়ী থানায় করা মামলায় নবীউল্লাহ নবীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ ৪ মাস কারাভোগের পর অবশেষে আজ তিনি মুক্তি পেলেন।