কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলার ৬৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা ফরিদ। তিনি স্থানীয়দের কাছে ‘বাঘা শরীফ’ নামে পরিচিত। আর এ খেলায় রানার্স আপ হয়েছেন কক্সবাজারের মহেশখালীর কালো।

শনিবার কক্সবাজারের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে (১১ মে) বিকেল সাড়ে ৫টায় বলী খেলার ফাইনালে মুখোমুখি হন এ দুইজন। ৪ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর শরীফের কাছে হার মানেন কালো।
 
উত্তেজনাপূর্ণ এ লড়াইয়ে ১ম মেডেলে প্রথম হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। এছাড়াও দ্বিতীয় মেডেলে বিজয়ী হয়ে দ্বিতীয় হয়েছেন মো. হোছন এবং তৃতীয় মেডেলে বিজয়ী হয়ে তৃতীয় হয়েছেন শফি উল্লাহ। এ সময় চ্যাম্পিয়ন ‘বাঘা শরীফ’ নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘গতবারে ডিসি সাহেবের বলী খেলায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবার চ্যাম্পিয়ন হয়েছি যা আমাকে খুবই আনন্দিত করেছে। শক্তি যতদিন আছে ততদিন বলী খেলায় অংশ গ্রহণ করবো।শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বলী খেলার প্রথম দিনে তিনটি ক্যাটাগরিতে জেলার বিভিন্ন স্থানের ৪ শতাধিক বলী অংশ নেন।  এবার বলী খেলায় ১ম মেডেলে চ্যাম্পিয়ন ২৫ হাজার টাকা, রানারস আপ ১৫ হাজার টাকা। ২য় মেডেলে চ্যাম্পিয়ন ১২ হাজার টাকা, রানারস আপ ৮ হাজার টাকা এবং ৩য় মেডেলে চ্যাম্পিয়ন ১০ হাজার টাকা ও রানারস আপকে ৭ হাজার টাকা পুরস্কৃত করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।  জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিভীষণ কান্তি দাশ,  অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা আইসিটি) তাপ্তি চাকমা, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বলী খেলা উপ-কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন কবির প্রমুখ। বলীখেলা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেয়া হয়।