চট্টগ্রামের শঙ্খ নদীর সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে নজু মিঞার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক ইকরাম উর জামান বলেন, শঙ্খ নদের পশ্চিম পাড়ের পানিতে কালো গেঞ্জি ও প্যান্ট পড়া অবস্থায় ভেসে থাকা যুবকের লাশটি উদ্ধার করা হয়। লাশের আনুমানিক বয়স ২৫ বছর হবে। পরিচয় খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।