নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে ফটিকছড়ি পৌরসভার প্যানেল মেয়র গোলাম মাওলা ও স্থানীয় ব্যবসায়ী এমডি মঈনুকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ৫ক (২) ভঙ্গের অভিযোগে একজন প্রার্থীর দুই সমর্থককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’জানা গেছে, দণ্ডিত হওয়া দুইজন যে প্রার্থীর হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উসকানিমূলক বিবৃতি দেন। এই অপরাধে গোলাম মাওলাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এমডি মঈনুকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।