চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন ববাজার তিনপুলের মাথা থেকে আমদানি নিষিদ্ধ বিদেশি ১ হাজার ৯২০ কার্টন সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আমিরুল ইসলাম (৩২) ও আবু মুছা (৩৬)। রবিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার এসআই সাদ্দাম হোসেন জানান, তিনপুলের মাথা কাঁচাবাজারের প্রবেশ মুখে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯২০ কাট বিভিন্ন ব্রান্ডের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।