রান না পেলেও বিশ্ব রেকর্ড করলেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরে পাকিস্তান। এ জয়ের ফলে বিশ্ব রেকর্ড করেছেন পাকিস্তানের অধিনায়ক।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় টি-টোয়েন্টিতে বাবরের ৪৫তম জয়। বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে এত ম্যাচ কোনো অধিনায়ক জেতেননি। এতদিন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার সঙ্গে যৌথ ভাবে শীর্ষে ছিলেন বাবর। মাসাবা ৫৬টি ম্যাচের মধ্যে ৪৪টি জিতেছেন। বাবর ৭৮টি ম্যাচে অধিনায়কত্ব করে জিতেছেন ৪৫টি ম্যাচে।তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। ৭২টি ম্যাচের মধ্যে ৪২টি জিতেছেন তিনি। আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান ৫২টি ম্যাচের মধ্যে ৪২টি জিতেছেন। এরপরে রয়েছেন ভারতের দুই অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি ৭২টি ম্যাচের মধ্যে ৪১টিতে জিতেছেন। রোহিত শর্মাও ৪১টি ম্যাচে জিতেছেন। তিনি নেতৃত্ব দিয়েছেন ৫৪টি ম্যাচে। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৭৬টি ম্যাচের মধ্যে ৪০টি জিতেছেন।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান করে আয়ারল্যান্ড। লোরকান টাকার ৩৪ বলে ৫১ রান করেন। শাহিন আফ্রিদি নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় পাকিস্তান। বাবর চার বলে শূন্য রানে আউট হলেও মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ১৪০ রানের জুটি দলকে লড়াইয়ে রাখে। জামান ৭৮ রান করেন। রিজওয়ান ৭৫ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে ১০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন আজম খান।