চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক রেজাউল করিমকে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদ থেকে প্রেষণে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।চলতি বছরের ১৮ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার অবসরোত্তর ছুটির পর চেয়ারম্যান পদটি শূন্য হয়। পদাধিকার বলে ভারপ্রাপ্ত ছিলেন সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ। অধ্যাপক রেজাউল করিম ১৫তম বিসিএসে যোগ দিয়ে ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে সিলেটের এমসি কলেজে শিক্ষকতা পেশা শুরু করেন।