প্রায় ৯ মাসের লড়াই শেষে প্রত্যাশিত শিরোপার দেখা পেলো পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে হতাশায় ডুবিয়ে টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো সিটিজেনরা।

শিরোপা প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শেষ রাউন্ডে মাঠে নেমেছিল সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ফিল ফোডেনের জোড়া গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম ক্লাব হিসেবে প্রিমিয়ার লিগে টানা শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়ল গার্দিওয়ালার দল।

৩৮ ম্যাচে ২৮ জয় ও ৭ ড্রয়ে ৯১ পয়েন্ট নিয়ে মুকুট ধরে রাখল সিটি। ২৮ জয় ও ৫ ড্রয়ে ৮৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ আর্সেনাল।

আর্তেতার কোচিংয়ে গত মৌসুমেও শিরোপা সম্ভাবনা জাগিয়েছিল আর্সেনাল। দীর্ঘ সময় পয়েন্ট তালিকায় আধিপত্য করেও শেষ দিকে চাপে ভেঙে পড়েছিল দলটি। এবার লড়াইটাকে টেনে নিল শেষ পর্যন্ত। কিন্তু শেষ হাসি হাসতে পারল না। সবশেষ সেই ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জয়ী দলটির অপেক্ষা বাড়ল আরও।