ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের এক ফ্লাইট ক্রুর মোবাইল ফোনের সংকেত শনাক্তের দাবি করেছে উদ্ধারকারী দল।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পূর্ব আজারবাইজানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস এর কমান্ডার আসগর আব্বাসগোলিজাদেহ বলেন, আমরা এখন সমস্ত সামরিক বাহিনী নিয়ে এলাকার দিকে অগ্রসর হচ্ছি। আশা করি আমরা জনগণকে খুব দ্রুত সুসংবাদ দিতে পারব।এর আগে, রবিবার ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হেলিকপ্টারটি জরুরিভিত্তিতে ‘হার্ড ল্যান্ডিং’ করে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই অঞ্চলে একটি বাঁধের উদ্বোধন শেষে রায়িসি ফিরছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজ জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি রায়িসির সঙ্গে হেলিকপ্টারে ছিলেন। সূত্র: আল-জাজিরা