এবার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমদে। মঙ্গলবার ড্রাফটে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে তাসকিনকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এর আগে গতকাল মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে এলপিএলের দল ডাম্বুলা থান্ডার্স। 

নিলামের প্রথম রাউন্ডে তাসকিনের নাম উঠলে কলম্বো তার প্রতি আগ্রহ দেখায়। অন্য কোনো দল তাসকিনের প্রতি আগ্রহ না দেখালে ৫০ হাজার ডলারেই বিক্রি হন তাসকিন।এদিকে, নিলামের প্রথম রাউন্ডে নাম উঠেছিল বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের। কিন্তু তাদের কাউকেই নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি।