সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকদের পর তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।এদিকে একই উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। তাদের আটক করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের কক্ষে রাখা হয়েছে।