চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধুখালী ইসহাক মুন্সির বাড়ি এলাকার আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের দুই বছর বয়সী কন্যা রোমাইসা জান্নাত পরিবারের সদস্যদের অগোচরে কোন এক সময়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুজি শুরু হলে তাকে পুকুরে ভাসতে দেখা যায়। উদ্ধার করে চাম্বল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  অপরদিকে, দুপুরে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী এলাকার দেড় বছর বয়সী আবীর উঠানে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পানির মধ্যে শব্দ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।   

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পানিতে পড়ে যাওয়া আবির নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তবে তার আগেই শিশুটির মৃত্যু হয়।