সিলেটের কোম্পানীগঞ্জে ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না মফিজ মিয়ার (৫৫)। ভোট দিয়ে ফেরার পথে মাথা ঘুরে পড়ে তিনি মারা যান। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মফিজ মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার চাতলপাড়ের বিলাজুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মফিজ মিয়া। ভোট দিয়ে বাড়ির ফেরার পথে কেন্দ্রের অদূরে একটি খালের পাড়ে মাথা ঘুরে পড়ে যান। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মফিজ মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. গোলাম দস্তগীর।