চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনকিচর গ্রামে সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মোক্তার আহমদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার শীলক‚পের মনকিরচর গ্রামে সেইন্যা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোক্তার আহমদ স্থানীয় মৃত গুরা মিয়ার পুত্র।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মোক্তার আহমদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শীলকূপ ইউ‌নিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য আশিক হোছাইন চৌধুরী জানান, মোক্তার আহমদ সকালে বাড়ির অদূরে সবজি ক্ষেতে মোটরচালিত যন্ত্রের মাধ্যমে পানি দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পর্শে তিনি মারা যান।