হবিগঞ্জের আজমিরীগঞ্জে ডোবার পানিতে পড়ে আতিকুর রহমান নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় পৌরশহরের বাঁশমহাল এলাকায় এই ঘঠনা ঘটে। নিহত আতিকুর রহমান পৌরশহরের বাঁশমহল এলাকার আশিক মিয়ার পুত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে মা ঘরের কাজ করার মায়ের অগোচরে হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে বাড়ির পিছনের ডোবায় পড়ে যায় শিশু আতিকুর। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ১০টায় পিছনের ডোবা থেকে আতিকুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু আতিকুরকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।