বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোন রাষ্ট্রব্যবস্থা নেই, এটা একটা পৈতৃক ব্যবস্থায় পরিণত হয়েছে। আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, কিন্তু ৫২ বছরেও রাষ্ট্র গঠন করতে পারিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর লেখা ‘ফেনীতে ৩২১ দিন: জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী।
বিএনপি মহাসচিব বলেন, দেশে কোন রাষ্ট্রব্যবস্থা নেই, এটা একটা পৈতৃক ব্যবস্থায় পরিণত হয়েছে। বর্তমানে মানুষের জন্য সঠিক কাজ করা অত্যন্ত কঠিন। আজকের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে সহবে। আজ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এই মাফিয়া সরকার হঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, কিন্তু ৫২ বছরেও রাষ্ট্র গঠন করতে পারিনি।
তিনি বলেন, সোলায়মান চৌধুরীর বইটি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তিনি যে সময়ে ফেনীতে কাজ করেছেন, সেটা ছিলো নির্দলীয় সরকার। অনেকেই বলেছেন, নির্দলীয় সরকারের কারণেই তিনি ফেনীতে সাহসী ভূমিকা রাখতে পেরেছেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, একটা সরকার ক্ষমতায় থাকতে কত রাহাজানি চলতে পারে, তা এই সময় না দেখলে বোঝা যাবে না। আজকের আওয়ামী লীগ হলো ক্রিমিনাল তৈরীর একটা ফ্যাক্টরি। এই সরকারের আমলে একজন আইজিপি তার চৌদ্দগুষ্টিকে জমিজমা কিনে দিয়েছে। দেশের জনগণ সেনাবাহিনীর প্রতি একটা আস্থা রাখতো, এখন সেই বাহিনী প্রধানকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দুর্নীতির দায়ে!
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কবি ও সিনিয়র সাংবাদিক আব্দুল হাই শিকদার, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বইয়ের প্রকাশক ও সূচীপত্রের প্রধান নির্বাহী সাঈদ বারী।