দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার উদ্বোধনী ম্যাচে কানাডাকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে দেশটি। তার চেয়ে বড় বিষয়, স্বাগতিক যুক্তরাষ্ট্র যেভাবে আধিপত্য বিস্তার করেছে, সেটি চোখে পড়ার মতো। ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যারন জোন্সের ৪০ বলে অপরাজিত ৯৪ রানে সহজে জয় পায় দলটি।

যুক্তরাষ্ট্রের এমন অসাধারণ জয়ে মুগ্ধ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় এই তারকা ক্রিকেটার প্রশংসায় ভাসিয়েছেন মার্কিনিদের। পাশাপাশি জানিয়েছেন, আজকের জয়ে মার্কিন ক্রিকেটাররা বুঝিয়েছে বাংলাদেশের বিপক্ষে তাদের সিরিজ জয় কোনো অঘটন ছিল না।বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল যুক্তরাষ্ট্র। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। সেটি নিয়েই নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে অশ্বিন বলেন, ‘অ্যারন জোন্স আজকে অনবদ্য শো দেখিয়েছে। বিশ্বকাপে চমৎকার শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের। তারা বুঝিয়েছে, কদিন আগে বাংলাদেশকে বিধ্বস্ত করাটা কোনো অঘটন ছিল না।’

যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক জোন্স ম্যাচ শেষে বলেন, ‘আমার মনে হয় না আমি এটি ভাষায় প্রকাশ করতে পারবো। ক্রিকেটে কানাডার সঙ্গে আমাদের অনেক পুরোনো প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত জিততে পেরে ভালো লাগছে। আমাদের ব্যাটিং লাইন-আপের ওপর বিশ্বাস ছিল, যে ওরা ২০০ রান তাড়া করতে পারবে।’