নারায়ণগঞ্জে ঈদকে সামনে রেখে শুরু হওয়া হলিডে মার্কেটের প্রথম দিনে জমে উঠেছে বেচাবিক্রি। ক্রেতাদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে মার্কেটটি।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়া নবাব সলিমুল্লাহ সড়কের একপাশে শুক্র ও শনিবার চালু হওয়া হলিডে মার্কেট ঘুরে দেখা গেছে সেখানে ব্যাপক দোকানের যেমন সমারোহ তেমনি রয়েছে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি।

প্রথম দিনেই শত শত দোকানের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ঈদের জন্য উঠানো মালামালে পূর্ণ সব অস্থায়ী দোকান। ক্রেতারা এত দোকান একসঙ্গে পেয়ে নিজেদের খুশিমতো কেনাকাটা করতে পেরে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

বিক্রেতা ওয়ালিউল্লাহ জানান, আজ আমাদের হলিডে মার্কেটের প্রথম দিন। সপ্তাহের দুদিন আমরা এখানে বসতে সুযোগ পাব। এখানে ভালো লাগছে। একসঙ্গে সব দোকান হওয়াতে ক্রেতা যেমন বেশি আশা করছি বিক্রিও বেশি করতে পারব।  

 নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আমাদের মেয়র, এসপি ও ডিসি মিলে এই সিদ্ধান্ত নিয়েছিল। সেই মোতাবেক নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান হকার নেতৃবৃন্দের সাথে বৈঠক করোছেন। সেখানে তিনি এই সড়কে শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট হিসেবে ব্যাবহৃত হবে বলে জানিয়েছেন। অন্যদিন এটা ফ্রী থাকবে। এখানে নয়শ হকার বসবে আর হকার্স মার্কেটে ছয়শ।

কাউন্সিলর বলেন, নারায়ণগঞ্জ-৪ ও ৫ এর সংসদ সদস্য, আমাদের মেয়র ও ডিসি এসপি বলেছেন, ডিসিপ্লিন মেনে এখানে বসতে হবে। শুক্রবার ও শনিবার এখানে বসতে পারবে, বাকি দিন সপ্তাহের রাস্তায় দুই পাশে শুধু ৯০০ হকার বসবে। কোরবানি ঈদ পর্যন্ত তাদের বসার সময় বর্ধিত করা হয়েছে। এর মধ্যে তাদের জন্য একটি ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোনো রকমের চাঁদা কেউ চাইলে এসপি সাহেবকে শুধু ফোনে একটি মেসেজ দেবেন। বাকিটা তিনি দেখবেন।