সিলেটের সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে বুধবার দুপুরে মহানগরে মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দিন দিন যেন দুর্ভোগের নগরে পরিণত হচ্ছে সিলেট। মশার যন্ত্রণায় কোনো মৌসুমেই নগরবাসী স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারছে না। কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হুসাইন, সহসভাপতি আব্দুস সোবহান আজাদ ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান প্রমুখ।