চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড়ো ভাইয়ের হাতে খুন হয়েছে ছোটো ভাই সোহাগ মিয়া। তিনি স্থানীয় মমতাজ মিয়ার ছেলে। অভিযুক্ত তার বড়ো ভাই সোনা মিয়া। বুধবার রাতে উপজেলার পাহাড়তলীর খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, আদালতে জমি সংক্রান্ত মামলার শুনানি শেষে ফিরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। সন্ধ্যার দিকে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে সোনা মিয়া। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।রাউজান থানার এসআই অজয় দেব শীল জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। এ ঘটনায় থানায় মামলা হয়নি।