সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের দাফন অনুষ্ঠানের ফাঁকে জরুরি বৈঠক করেছেন ইরানের রেজিস্ট্যান্স গ্রুপের নেতারা।

বৃহস্পতিবার রাজধানী তেহরানে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডারদের উপস্থিতিতে এই বৈঠক হয়েছে।গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই মিটিংয়ে গাজার সর্বশেষ রাজনৈতিক, সামাজিক ও সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে আল আকসা স্টর্ম অপারেশন নিয়ে। সেখানে রেজিস্ট্যান্স ফ্রন্টের ভূমিকাও আলোচিত হয়েছে। ওই অঞ্চলের রেজিস্ট্যান্স ফ্রন্টস এবং অংশগ্রহণকারী সব গ্রুপের অংশগ্রহণে গাজায় ফিলিস্তিনি রেজিস্ট্যান্সের পুরোপুরি বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকার গুরুত্ব নিয়েও জোর আলোচনা হয়েছে। 

কুদস ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল ইমাইল কা’নি এবং আইআরজিসি’র মেজর জেনারেল হোসেইন সালামি এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: আল-আরাবিয়া, মেহের নিউজ