চট্টগ্রাম নগরীতে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিঠুন রায়, আরিফ, মো হোসেন, সেলিমকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বিকেলে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।বাকলিয়া থানার ওসি আফতাব আহমেদ বলেন, ‘জুটের ব্যবসা নিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
ব্যবসায়ী নবী হোসেন বলেন, স্থানীয় সন্ত্রাসী বাহাদুর আমার কাছে চাঁদা দাবি করেন। তাকে চাঁদা না দেয়ায় রবিবার বিকেলে সন্ত্রাসী নিয়ে আমার লোকজন ওপর হামলা চালায়। হামলায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।