৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নাটোরে দুই উপজেলায় ১৭২ কেন্দ্রে একযোগে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা।বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০০টি ভোটকেন্দ্রে ৬৬২ ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার ২ লাখ ৪৪ হাজার ৬৩৮ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৯০ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৫৪৮ জন। এ উপজেলায় তিন পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গুরুদাসপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৭২টি ভোটকেন্দ্র ৫০৩ ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার ১ লাখ ৮১ হাজার ৭৯৪ জন ভোটার রয়েছে। এ উপজেলায় তিন পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন বলেন, নাটোরে দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মাঠে এক্সিকিউটিত ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন।