ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটের বিশ্বনাথেও টানা বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ঝড়ে উপড়ে পড়েছে শতাধিক গাছপালা। একাধিক স্থানে ছিড়ে পড়েছে বৈদ্যুতিক তার।
প্রায় ২২ ঘণ্টা অন্ধকারে ছিলো পুরো উপজেলা। বৃষ্টির পানিতে তলিয়ে যায় নিম্নাঞ্চল। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। ব্যাঘাত ঘটে মানুষের কর্মঘণ্টায়। বৃষ্টি মাথায় নিয়েই রাস্তায় বের হন কর্মজীবী মানুষ। এদিকে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় অর্ধশত আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখে উপজেলা প্রশাসন।
গেল রবিবার সকাল থেকেই থেমে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাথে দমকা হাওয়া। পরদিন সকাল থেকেই বাড়ে বৃষ্টিপাত। বৃষ্টির পানিতে তলিয়ে য়ায় নিম্নাঞ্চল। ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ে গাছগাছালি। উড়িয়ে নিয়ে যায় অনেক বসতবাড়ির টিনের চাল। গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিড়ে গিয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো উপজেলা। মঙ্গলবার বিকেল ২টায় কেবল উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। টানা বৃষ্টি আর তান্ডব চালানো দমকা হাওয়া প্রভাব ফেলে জনজীবনে।