জেলা প্রাণিসম্পদ দপ্তর দিনাজপুর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর সহযোগিতায় জেলা প্রশাসন চত্বর হতে বর্ণাঢ্য র্যালি, সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ।
এসময় তিনি বলেছেন, স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে একমাত্র দুধ পানের মাধ্যমে স্বাস্থ্য-মেধা শক্তির বিকল্প নেই। দুধ এমন একটি পানীয় খাদ্য উপাদান যাতে সব ধরনের পুষ্টি রয়েছে। এজন্য দুধকে সুষম খাদ্য বা আদর্শ খাদ্য বলা হয়। শনিবার জেলা প্রাণিসম্পদ দপ্তর দিনাজপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওসমান গণি শিশির।
এর আগে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ রুমে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সালওয়া সাকিন সারা, দ্বিতীয় স্থান অধিকার করে মুমতাহা মাহমুদ খুশবু, তৃতীয় স্থান অধিকার করে অচির্শা রায়।
কুইজ প্রতিযোগিতায় প্রথম-তাকী আব্দুল্লাহ সাঈব, দ্বিতীয়-কানিজ মাহবুবা, তৃতীয়-মুশফিকা নাজনীন ও রচনা প্রতিযোগিতায় ‘ঘ’বিভাগে প্রথম-পাংখুরি আগারওয়ালা, দ্বিতীয়-আনিশা অর্পা, তৃতীয়- অদিত্য এবং ‘গ’বিভাগে প্রথম-মুশফিকা নাজনীন, দ্বিতীয়- ওহেদুজ্জামান চৌধুরী, তৃতীয়-দেবাশীষ চন্দ্র রায়।