ব্রাজিলিয়ান সুন্দরীর প্রেমে মজেছেন শাহরুখপুত্র। ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বনেসির সঙ্গে আরিয়ানের ভালোবাসার গুঞ্জন এখন পেজ ৩- এর হট কেক
বলিউড তারকা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান নতুন ব্র্যান্ড, প্রমোশন এসব কিছু নিয়েই ব্যস্ত এখন। তবে এর মাঝেও বিটাউনের অন্দরে গুঞ্জন, তার জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত।
কে সেই তরুণী, এ নিয়ে নানা মহলেই চলছে আলোচনা। তার পরিচয়ও প্রকাশ্যে এনেছে গণমাধ্যম।
এই সময় বলছে, ব্রাজিলিয়ান সুন্দরীর প্রেমে মজেছেন শাহরুখপুত্র। ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বনেসির সঙ্গে আরিয়ানের ভালোবাসার গুঞ্জন এখন পেজ ৩- এর হট কেক।
আরিয়ান-ল্যারিসার প্রেমচর্চা উসকে দিয়েছেন এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। ইনস্টাগ্রামে আরিয়ান ল্যারিসার ফ্যামিলির সদস্যদের ফলো করেছেন। ব্রাজিলিয়ান অভিনেত্রীর মাকে গিফটও দিয়েছেন বলে দাবি উঠেছে।
ল্যারিসার ইনস্টা স্টোরিতে তার মায়েক দেওয়া আরিয়ানের উপহারের সেই ছবিও রেডিট ব্যবহারকারীরা দেখেছেন বলে জানান।
আরিয়ান খান এবং ল্যারিসা বনেসির মধ্যে প্রেমচর্চা উসকে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট শেয়ার করেছে রেডিট ব্যবহারকারী। খান পরিবারের ছেলের ইনস্টা প্রোফাইলে রীতিমতো গোয়েন্দাগিরি চালানো হচ্ছে। সেখান থেকেই জানা গেছে, আরিয়ান ল্যারিসার পরিবারকে ইন্সটায় ফলো করছেন। চর্চিত প্রেমিকার মাকে জন্মদিনে উপহার পাঠাচ্ছেন।
ল্যারিসা পেশায় অভিনেত্রী। গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও এবং এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও কাজ করেছেন আরিয়ানের চর্চিত প্রেমিকা। বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার এবং জন আব্রাহমের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুভা হোনে না দে’-তে ছিলেন ল্যারিসা।
টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির মতো অভিনেতার সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন ল্যারিসা বনেসি। সাইফ আলি খানের ‘গো গোয়া গন’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।
আরিয়ানর সঙ্গে এর আগে নাম জড়ায় পাক সুন্দরী সাদিয়া খানের। নিউ ইয়ার সেলিব্রেশনের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করতেই আরিয়ান-সাদিয়ার মধ্যে সম্পর্কের নতুন কেনো সমীকরণ তৈরি হল কি না তা হয়ে উঠেছিল বিনোদনের চর্চিত টপিক।