এমএস ধোনির নামে বড় প্রতারণা চক্র। দেশে ও বিদেশে এম এস ধোনি ক্রিকেট অ্যাকাডেমির ব্যবসা ফেঁদে কোটি কোটি টাকা উপার্জন। সবটাই হয়েছে কিংবদন্তি ক্রিকেটারের আড়ালে। মাহি জানতেই পারেননি দিনের পর দিন এভাবে চলেছে অ্যাকাডেমির নামে ব্যবসা।
বহু প্রাক্তন ক্রিকেটার নিজেদের নামে বিভিন্ন শহরে অ্যাকাডেমি গড়ে তুললেও ধোনি সেই পথে পা বাড়াননি। কিন্তু সাধারণ মানুষের এগুলো জানার কথা নয়। মিহির দিবাকর নামে ধোনিরই ছোটবেলার এক বন্ধু এই কাণ্ড ঘটিয়েছেন দিনের পর দিন। তিনি একটা সময় ধোনির এজেন্ট ছিলেন। তারপর নিজে একটি সংস্থা খোলেন। সেই সংস্থার সঙ্গে ধোনির কোম্পানির একটি বাৎসরিক চুক্তি হয়। সেই চুক্তিতে লেখা ছিল, যে ধরনের পরিকল্পনাই নেওয়া হোক না কেন, সেটি জানাতে হবে ধোনিকে।
মিহির এই বিষয়ে কিছুই জানাননি। ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের পুলিশে অভিযোগের ভিত্তিতে জয়পুর থেকে গ্রেফতার হয়েছেন মিহির। তাঁকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
এই মিহির হলেন ধোনির এক সময়ের বন্ধু। থাকেন রাঁচিতেই। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট নামক একটি সংস্থা রয়েছে। তাদের সঙ্গে বছরে ১৫ কোটি টাকার চুক্তি হয়েছিল। কিন্তু ধোনির নাম করে দিনের পর দিন ব্যবসার যে সম্প্রসারণ ঘটিয়েছেন, সেটি অজানা ছিল মাহির। সেই কারণেই পুলিশে অভিযোগ করেন তিনি।