ব্যারাকপুর শিল্পাঞ্চলে গুন্ডারাজ বন্ধ করে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করবো, বললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক
রবিবার নৈহাটি ঐকতান মঞ্চে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিধায়ক সুবোধ অধিকারী, বিধায়ক সোমনাথ শ্যাম, বিধায়ক রফিকুর রহমান-সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সাংবাদিক সম্মেলন থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের জনসাধারণের জন্য আগামীদিনের উন্নয়নের কথা জানিয়েছেন।
তৃণমূল কংগ্রেসের সকল নেতৃবৃন্দরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিকের কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনে জয়লাভ করার সাহায্য করবে।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী জানিয়েছেন, “যেকোনও কম্পিটিটিভ পরীক্ষার জন্য মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনা মূল্যে স্টাডি সেন্টার হবে। ব্যারাকপুরের মানুষ যদি তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করে, তাহলে জনসাধারণের সুবিদার্থে আগামীদিনে মেট্রো রেলের সুবিধা ব্যারাকপুর অবধি নয়, কল্যাণী অবধি চেষ্টা করব৷”
জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন, ‘‘আগামীদিনে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের দুধারে শিল্পোদ্যান নির্মাণ করা হবে, তাছাড়াও চটশিল্পের শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের সুবিদার্থে জন্য লড়াই চলবেই। ব্যারাকপুরের গঙ্গার দু’ধারে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। বড়মা’র মতো করেই, শ্যামনগর মুলা জোড় কালিবাড়ি, আমডাঙা কালীবাড়িকে পর্যটনের মানচিত্রে প্রবেশ করানো হবে। নতুন প্রজন্মের ভোটারদের ভারতীয় গণতন্ত্রে অধিকার পাওয়ার শুভেচ্ছা জানাই। পাশাপাশি, ব্যারাকপুর কেন্দ্রে গুন্ডারাজ বন্ধ করতে আমাদের দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা রাস্তায় নেমে কাজ করবে এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে৷’’