রাজধানীর কুড়িলের কুড়াতলী এলাকার শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে দিনের শিক্ষা নিচ্ছেন প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী। কোরআনের পবিত্র বাণী মাথায় গেঁথে নিচ্ছেন শিশু হাফেজরা। প্রথম রোজা থেকেই মাদরাসাটির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিয়মিত ইফতারের ব্যবস্থা করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপ। শুধু এ মাদরাসাই নয়, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও এর আশপাশের ৩৫টি মাদরাসার প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর জন্য প্রতিদিন ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে।
গতকাল বিকালে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে গিয়ে দেখা যায়, মাদরাসার ভিতরে পবিত্র কোরআন তেলাওয়াতে ব্যস্ত রয়েছেন অনেক শিক্ষার্থী। কিছুক্ষণের মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পিকআপে করে ২০০ জনের জন্য ইফতার এসে পৌঁছায়। শিক্ষকদের তদারকিতে ইফতারের বক্সগুলো রোজাদারদের জন্য সাজিয়ে রাখেন শিক্ষার্থীরা। সেখানে ছিল ইফতারের অতি পরিচিত পদ ছোলা ভুনা, খেজুর, পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, ফলসহ বিভিন্ন পদ। শাইখ যাকারিয়া ইসলামি রিসার্চ সেন্টারের শিক্ষা পরিচালক মুফতি শরীফ মালিক বলেন, এই মাদরাসায় ৩৫০ জনের মতো শিক্ষার্থী আছে, শিক্ষক আছেন ২৪ জনের মতো। রমজান উপলক্ষে কিছু শিক্ষার্থী ছুটিতে। কুড়িল ও কাওলার দুই ক্যাম্পাস মিলিয়ে বর্তমানে ২৫০ জনের মতো শিক্ষার্থী আছে। যাদের জন্য বসুন্ধরা গ্রুপ ইফতারের ব্যবস্থা করেছে। যে পরিমাণ খাবার পাঠায় তাতে আলহামদুলিল্লাহ সবার খুব ভালোভাবেই হয়ে যায়। বসুন্ধরা গ্রুপের জন্য দুহাত তুলে দোয়া করি। মহান আল্লাহ তাদের আরও বেশি বেশি ইসলামের খেদমত করে যাওয়ার তৌফিক দিন। জানা গেছে, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে চলতি রমজানে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দৈনিক ১৮ থেকে ২০ হাজার মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা, নূরের চালার মাদানিয়া নূরিয়া হাফিজিয়া মাদরাসা, বাড্ডার স্বাধীনতা সরণির দারুল ফুরকান মাদরাসা, খিলক্ষেত এলাকার কুড়িল চৌরাস্তার মাদরাসাতুস সুন্নাহ, কুড়িল জোয়ারসাহারা মহিলা মাদরাসা, খিলক্ষেতের ইসাতুস সুন্নাহ মাদরাসা, মারকাজুল কোরআন ইসলামিয়া মাদরাসা খিলক্ষেত, জামিয়া ইসলামিয়া আবাবিয়া খিলক্ষেত বাজার, হাজি আবদুল মালেক মাদরাসা খিলক্ষেত, জামিয়া আশরাফিয়া বায়তুল কোরআন খিলক্ষেত, জামিয়া কাশেমুল উলুম মাদরাসা কাওলা, দারুল উলুম দর্জিপাড়া মাদরাসা বোট ঘাট, জান্নাতুল বানাত মহিলা মাদরাসা খিলক্ষেত, এমদাদিয়া নূরানিয়া হাফিজিয়া মাদরাসা খিলক্ষেত, তাজিবুল বানাত আদর্শ বালিকা মাদরাসা খিলক্ষেত, বাইতুল উলুম ইসলামিয়া মাদরাসা নামাপাড়া, এসলাহুল উম্মাহ মাদরাসা বটতলা খিলক্ষেত, আবদুল আজিজ রুস্তম আলী নূরানি হাফিজিয়া মাদরাসা, রুস্তম আলী ওবাইয়দিয়া হাফিজিয়া মাদরাসা খিলক্ষেত, এহদাউল উম্মাহ মাদিনাতুল উলুম মাদরাসা, আশকোনা সুন্নিয়া মাদরাসা, শায়খ যাকারিয়া ইসলামিয়া রিসার্চ সেন্টার কুড়িল, বসুন্ধরার মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, মাদরাসা মদিনাতুল উলুম, মাদরাসা দারুস সুন্নাহ, হাজি কোমর উদ্দীন মাদরাসা, মাদরাসা সওতুল কোরআন, তালিমুল কোরআন মাদরাসা, শামসুল উলুম মাদরাসা, দারুল এহসান হাফিজুল কোরআন মাদরাসা মিরপুর, আলহাজ আবদুল মালেক মাদরাসা খিলক্ষেতসহ মানিকগঞ্জ, রংপুর, কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় এবং ছিন্নমূল মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করা হচ্ছে।