স্ত্রীর সঙ্গে অনেক পুরুষেরই শারীরিক সম্পর্ক থাকে না। আর এমন সমস্যার পিছনে কলকাঠি নাড়ে কয়েকটি ভুলের ফাঁদ। তাই সময় থাকতে থাকতে এমন কিছু ভুলের ফাঁদ সম্পর্কে জেনে নিতে হবে। তারপর যত দ্রুত সম্ভব এইসব ভুল শুধরে নেওয়ার চেষ্টা করুন। ব্যস, এই কাজটা করলেই আপনাদের দাম্পত্যে ফিরবে হারিয়ে যাওয়া উষ্ণতা। আপনারা আবার একসঙ্গে মিলেমিশে থাকতে পারবেন।
স্বামী-স্ত্রীর সম্পর্কের অন্দরে শারীরিক উষ্ণতা থাকাটা মাস্ট। নইলে যে অচিরেই আপনাদের মধ্যে বাড়বে দূরত্ব। এমনকী এমনটা চলতে থাকলে কিছু বছরের মধ্যে আপনাদের সম্পর্ক বিচ্ছেদের খাদের কিনারে পৌঁছে যেতে পারেন। তাই দাম্পত্য জীবনে শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখার কাজে কোনও আপোস করা চলবে না।
তবে মুশকিল হল, পুরুষের কয়েকটি ছোট ছোট ভুলের সুবাদেই মহিলারা অনেক সময় তাঁদের থেকে দূরত্ব বাড়িয়ে নেন। এমনকী তাঁরা কোনওমতেই স্বামীর সঙ্গে রোম্যান্স করতে চান না। ফলে ধীরে ধীরে তাঁদের মধ্যে তৈরি হয় একরাশ শূন্যতা।
এবার প্রশ্ন হল, পুরুষের ঠিক কোন কোন ভুলে এমন সমস্যা উঁকি মারে দাম্পত্যের আকাশে? সেই উত্তর জানতে এই প্রতিবেদনটি পড়ে নিন। আর তারপর ঝটপট নিজেকে বদলে ফেলার চেষ্টা করুন। তাহলেই আপনারা সুখে সংসার করতে পারবেন।
মদ্যপানই সর্বনাশা
আজকালকার দিনেও অনেক মহিলা মদ্যপানের নেশা একদম সহ্য করতে পারেন না। তাঁদের কাছে এটা একটা ট্রমার সমান। তাই স্বামী যদি রোজ রোজ মদের নেশায় গলা পর্যন্ত ডুবে বাড়ি ফেরেন, তাহলে তিনি যত দ্রুত সম্ভব এমন পুরুষের থেকে দূরত্ব বাড়িয়ে নেন। এমনকী তাঁরা এমন পুরুষকে ডিভোর্স দিতেও উদ্যত হন। তাই আপনার মধ্যে যদি এমন ধরনের কোনও ভুলভ্রান্তি থাকে, তাহলে আজই শুধরে যান। এই কাজটা করলেই আপনি স্ত্রীর সঙ্গে সুখে-শান্তিতে সংসার করতে পারবেন।
বিশ্বাস করাই দায়
কিছু পুরুষ কথায় কথায় মিথ্যে কথা বলেন। এমনকী নিজের প্রাণের অর্ধাঙ্গীনিকেও তাঁরা মিথ্যে বলতে পিছপা হন না। আর একবার যখন স্বামীর এহেন বদভ্যাস স্ত্রীর সামনে ধরা পড়ে যায়, তখন তিনি যেন তেন প্রকারেণ স্বামীর থেকে দূরত্ব বাড়িয়ে নেন। এমনকী তাঁর সঙ্গে একটি কথাও বলতে চান না। তাই আপনারও যদি কথায় কথায় মিথ্যে বলার অভ্যাস থাকে, তাহলে শুধরে যান। নইলে কিছুদিনের মধ্যেই আপনাকে এই সমস্যার ফাঁদে পড়ে কষ্ট পেতে হবে।
সব বিষয়ে দাদাগিরি
আজ ২০২৩ সালে দাঁড়িয়ে স্ত্রীর উপর খবরদারি করার ভুলটা একবারেই করবেন না। নইলে যে তিনি আপনার সঙ্গে দূরত্ব বাড়িয়ে নেবেন। এমনকী এই জিনিসটা চলতে থাকলে তিনি ডিভোর্সের কথাও ভাবতে পারেন। তাই সময় থাকতে থাকতে সাবধান হন। আর চেষ্টা করুন স্ত্রীর কথায় গুরুত্ব দেওয়ার। প্রয়োজনে তাঁকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তাহলেই খেলা ঘুরে যাবে। আপনাদের মধ্যে ফিরবে রোম্যান্স।
ভালোবাসা না থাকলেই চিত্তির!
বিয়ের ১-২ বছর পেরতে না পেরতেই অনেক সময় নিজেদের মধ্যে ভালোবাসার বিন্দুমাত্র অবশিষ্ট থাকে না। এই পরিস্থিতিতে শুধু দুটি মানুষ একে অপরের সঙ্গে স্বামী-স্ত্রী হয়ে থাকার অভিনয় করে যান। আর সবথেকে বড় কথা, এই ধরনের পরিস্থিতিতেও কিন্তু মহিলারা স্বামীর সঙ্গে রোম্যান্স করেন না। বরং তাঁরা কিছুটা দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন। তাই আপনাদের সম্পর্কেও যদি ভালোবাসার শূন্যতা থাকে, তাহলে যত দ্রুত প্রেমের আগুনে নিজেদের পোড়ানোর কাজে লেগে পড়ুন।
৫. বারবার ঝগড়া করলেই ফাঁসবেন!
কিছু পুরুষ কথায় কথায় স্ত্রীর সঙ্গে ঝামেলা করেন। আর এই ভুলটা করেন বলেই তাঁদের থেকে দূরত্ব বাড়িয়ে নেন স্ত্রী। এমনকী তাঁদের মনে উঁকি দেয় বিচ্ছেদের পাখি। তাই আপনার মধ্যেও যদি রোজ রোজ ঝামেলা করার অভ্যাস থাকে, তাহলে শুধরে যান বন্ধু। এই কাজটা করলেই কিন্তু আপনারা সুখে সংসার করতে পারবেন। এমনকী আপনাদের মধ্যে রোম্যান্সও ফিরবে।