ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ১ কোটি লিটার জ্বালানি পাঠাবে ইরাক। রোববার (৭ এপ্রিল) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। এক প্রতিবেদনে এমনটি জানয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, গাজার বাসিন্দাদের জন্য তার দেশ এক কোটি লিটার জ্বালানি পাঠাবে।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোহাম্মদ বলেছেন, গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক। জ্বালানির অভাবে গাজার হাসপাতাল, পানি সরবরাহ, বেকারি দোকান এবং ত্রাণ কার্যক্রম বিকল হয়ে পড়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির ১২০০ মানুষ নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ। এ ছাড়া এদিন ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যায় গোষ্ঠীটি।
এ হামলার প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। আর আহত হয়েছেন ৭৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।