অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন নিয়ে তামাশা চলছে। চারদিকে চলছে লুটপাটের সংস্কৃতি। সরকারের এ দুঃশাসন জনগণ বেশি দিন মানবে না।’

আজ শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, ‘৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর উপজেলার ডামি ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ।’

তিনি বলেন, ‘সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি দিতে হবে। কারাবন্দি নেতাদের মুক্তি দিতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।