চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায় আগুনে পুড়ে গেছে মুদি দোকান। বুধবার পশ্চিম শাকপুরা গোলক মুন্সিরহাটে এ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ সাইদুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তুষারের মুদির দোকান আগুনে পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে।