রুশ বাহিনীর অব্যাহত চাপের মুখে সীমান্তবর্তী খারকিভের বেশ কয়েকটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন। সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সৈন্যরা প্রচণ্ড গোলাবর্ষণের মুখে পড়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলের দুটি এলাকায় ‘অধিক সুবিধাজনক অবস্থানে’ চলে গেছে।
দুই বছরের বেশি সময় যুদ্ধ চলাকালে পিছু হটার সময় ইউক্রেন সাধারণত এ ধরনের ভাষা ব্যবহার করেছে। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আসন্ন সব ধরনের বিদেশ সফর বাতিল করেছেন। আন্তঃসীমান্ত আক্রমণ ঠেকাতে ইউক্রেনীয় সেনারা হিমশিম খাচ্ছে। এ কারণে জেলেনস্কি সফর বাতিল করেছেন বলে মনে করা হচ্ছে।
রুশ সেনা মোকাবিলায় ইউক্রেন অস্ত্র ও সেনা ঘাটতিতে ভুগছে। এরমধ্যে মস্কো গত সপ্তাহে খারকিভ অঞ্চলে বিস্ময়কর বড় স্থল হামলা শুরু করে। সূত্র : বিবিসি