বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘সারাদেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ধমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করেছে। আমাদের কঠোর পরিশ্রমে বর্তমানে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়াস চালিয়ে যাচ্ছে।’
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ লঞ্চঘাট এলাকায় শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইজিপি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সময়ে সময়ে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন। তিনি লজিস্টিক, ইকুয়েপমেন্ট আমাদেরকে দিয়েছেন। দেশে-বিদেশে ট্রেনিংয়ের মাধ্যমে বাহিনীকে ডিজিটাল বাংলাদেশের উপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলেছেন। প্রযুক্তির জ্ঞান থাকায় ৯০ ভাগ মামলা ডিটেক্ট করতে আমরা সক্ষম হই।’
এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।