বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব জামিনে মুক্তি পেয়েছেন।

আজ শুক্রবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাফটকে তাকে স্বাগত জানাতে জেল গেটে আসেন অসংখ্য নেতাকর্মী।গত ১৮ এপ্রিল হাবিবুর রশিদ হাবিব নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন মামলায় ৬ বছর ৯ মাসের সাজা হয় হাবিবের।