চট্টগ্রাম নগরীর মেরিনার্স রোডে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে টিপ ছোরাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে এস আলম বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর তীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-সোহেল প্রকাশ ঢাকাইয়া সোহেল, বেলাল হোসেন প্রকাশ মাইকেল, মো. তুষার ও মো. রুবেল।কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে টিপছোরা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।