ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ হওয়ার পর মিশর সীমান্তের রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। এ ধরনের একটি প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছেন ইইউর কর্মকর্তারা।
ইইউ-এর উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, “আমরা ইসরায়েলসহ বিভিন্ন পক্ষের কাছ থেকে কূটনৈতিক বার্তা পাচ্ছি। আমরা সেখানে ইইউ’র মিশন আবার শুরুর বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি।”গাজা ও মিশর সীমান্তের রাফা ক্রসিংটি খুবই গুরুত্বপূর্ণ। এখান দিয়েই অবরুদ্ধ গাজায় সবচেয়ে বেশি পণ্য প্রবেশ করে। বর্তমানে ইসরায়েলি সৈন্যরা এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
ওই কর্মকর্তা বলেন, ইইউ’র পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল সোমবার ব্রাসেলসে অনুষ্ঠেয় ইউরোপিয়ান মন্ত্রীদের কাছ থেকে রাফায় ইইউ মিশন আবার মোতায়েনের সম্ভাবনা নিয়ে সবুজসঙ্কেত পেতে পারেন।
তিনি বলেন, “তবে বর্তমানের যুদ্ধ পরিস্থিতিতে তা কোনওভাবেই হবে না। আমরা ভবিষ্যত নিয়ে কথা বলছি।”
২৭ জাতির ইউরোপিয়ান ইউনিয়ন ২০০৫ সালে রাফা ক্রসিংয়ের নজরদারির মিশন শুরু করেছিল। কিন্তু দুই বছর পর হামাস গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করলে তারা তাদের মিশন স্থগিত করে। সূত্র: এএফপি