মাঝ-আকাশে তীব্র-ঝাঁকুনির কবলে পড়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের অন্তত এক যাত্রী নিহত ও আরও ৩০ জনের বেশি আহত হয়েছিলেন। এ ঘটনায় সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের ফ্লাইটে সিটবেল্টের নিয়ম কঠোর করেছে। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে সিঙ্গাপুর যাওয়ার পথে মাঝআকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৩২১ ফ্লাইটে ভয়ংকর ঝাঁকুনি হয়। পরে বিমানটি যাত্রা পরিবর্তন করে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দ জরুরি অবতরণ করে। বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। ঝাঁকুনির ঘটনায় দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩০ জন।ফ্লাইট ট্র্যাকিং ডেটা জানিয়েছে, বোয়িং 777-300ER মাত্র কয়েক মিনিটের মধ্যে ছয় হাজার ফুট নিচে নেমে এসেছিল। যাত্রীরা জানিয়েছেন, এটি হঠাৎ ঘটেছে, তাই অনেকের সিটবেল্ট বাঁধার সময় ছিল না।
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, এর পরিপ্রেক্ষিতে তারা সিটবেল্ট বাঁধার নিয়ম আরও কঠোর করছে। ‘সিট বেল্ট সাইন চালু থাকা অবস্থায় গরম পানীয় পরিষেবা স্থগিত করা ছাড়াও খাবার পরিষেবাও স্থগিত করা হবে।…কারণ আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সূত্র: স্কাই নিউজ