চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেখা বেগম (৪৫) এর মৃত্যু হয়েছে। বুধবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের খাটরা মায়া ভিলার ছাদে জমে থাকা পানি পরিস্কার করতে গিয়ে রেখা বিদ্যুৎস্পৃষ্ট হন। রেখা বেগম খাটরা এলাকার মৃত কামিজ মিয়ার মেয়ে।

স্হানীয় বাসিন্দা সুমন বলেন, ছাদে জমে থাকা পানি পরিস্কার করতে রেখা ছাদে উঠেন। ওই সময় ছাদে পানির সাথে বিদ্যুৎতের তার জড়ানো ছিলো। সেখানে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।