জামিনে কারামুক্ত হলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আবু আশফাক।গণমাধ্যমকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাফটকে আবু আশফাককে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ ও ওমর ফারুক কায়সারসহ ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা।

এর আগে গত ২০ মে ঢাকার চিফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খন্দকার আবু আশফাক। ওই দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ২৭ মে তিনি সব মামলায় জামিন পান।