নরসিংদীতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপাড়া ইউনিয়নের জনগণের আয়োজনে শেখেরচর ভগিরতপুরের মাজার বাসস্ট্যান্ড থেকে পৌলানপুর মাদ্রাসা প্রদক্ষিণ করে ঈদগাঁ মোড় গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। 

কর্মসূচিতে নিহত মাহবুবুল এর স্বজন, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়। এ সময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হত্যাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী। তারা মনে করেছিলো মাহবুবকে হত্যা করতে পারলে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবে। তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। এই হত্যাকান্ডের পেছনে অনেক পরিকল্পনাকারী ছিলো, তাদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের কেউ যদি রাজনৈতিক ও অর্থ দিয়ে সহায়তা করে তাদের সকলকে বয়কট করা হবে। আর আসামিদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ ব্যাপারে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। এসময় মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে বক্তব্য দেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, নিহতের ছোট ভাই হাফিজুল হাসান, মাধবদী পৌর সভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, চরদিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, পাচঁদোনা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মেসার্স মা বাবা টেক্সটাইল এর সামনে মাহবুবুল হাসানকে (৪০) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন আরও দুইজন।